Free Basic Computer Training in Dhaka, Bangladesh
ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ সম্পর্কে প্রাথমিক ধারণা
পুরাতন ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী রয়েছে। কিন্তু অনেকেই ভালো ও মানসম্পন্ন (Computer Training Institute) কম্পিউটার ট্রেইনিং সেন্টারের অভাবে কাজ শিখতে পারছেন না। কিন্তু বর্তমান যুগে বেসিক কম্পিউটার এর অভিজ্ঞতা ছাড়া যে কোন ভালো চাকরি ও ক্যারিয়ার গড়া প্রায় অসম্ভব। আর দিন দিন চাকরির বাজার হয়ে উঠছে কঠিন থেকে কঠিনতর।
তাই, বর্তমান সময়ের শিক্ষিত তরুণ তরুণীদের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামুল্যে ও নিজস্ব অর্থায়নে Prime IT Limited এর পক্ষ থেকে ১ মাস মেয়াদী বেসিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই কোর্সটি একেবারে নতুনদের জন্য উপযোগী। টোটাল ১০০০ জন পাবেন এই কোর্সটি করার সুযোগ। প্রতি ব্যাচে ১৫ জন করে।
এই কোর্সটি করার পরে আপনি যা যা জানবেন
- কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা
- MS Office Applications এর MS Word & MS PowerPoint সম্পর্কে বেসিক ধারণা
- সিভি বা এসাইনমেন্ট তৈরি করা
- MS PowerPoint এর মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি ও উপস্থাপনা।
- বেসিক ইন্টারনেট ও ইমেইল আদান প্রদান সম্পর্কে ধারণা।
আমাদের সুবিধাসমূহ
- আধুনিক কম্পিউটার ল্যাব এবং ল্যাবে প্রতিজন শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
- শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক ক্লাস রুম।
- আর লেকচারের পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয় প্রতিটি ক্লাসে।
- ক্লাশ শেষে বিভিন্ন ভিডিও এবং পিডিএফ টিউটোরিয়াল সরবরাহ করা হয় যেখান থেকে একজন শিক্ষার্থী তার বিষয়গুলোকে আরও ভালোভাবে আয়ত্ব করতে পারেন।
- সফলভাবে কোর্স শেষে দক্ষতার ভিত্তিতে প্রাইম আইটিতে কোর্স রিলেটেড বিভিন্ন সেক্টরে পার্টটাইম কাজ করার সুযোগ।
কোর্সটি করতে যা যা লাগবে
- ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
- ন্যাশনাল আইডি / স্টুডেন্ট আইডি এর ফটোকপি
- রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা মাত্র। (এটি আগে নেয়া হতো না, কিন্তু না নিলে অনেকেই রেজিস্ট্রেশন করে আর ক্লাস করেন না। সেটা যেন না হয় বা কম হয় তাই এই ব্যবস্থা)।
আপনার সিটটি কনফার্ম করতে সরাসরি প্রাইম আইটি ইন্সটিটিউটের অফিসে এসে যোগাযগ করুন। যেকোন প্রয়োজনে ফোন করতে পারেন এই নম্বরেঃ 01783555564, 01511555564
আপনার পরিচিত কেউ থাকলে যার এই কোর্সটি প্রয়োজন, তাকে ট্যাগ করতে বা রেফার করতে ভুলবেন না। 🙂 তাছাড়া স্কিল ডেভেলপমেন্ট ও অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং এ ক্যারিয়ার গড়ার জন্য প্রাইম আইটির আরো কিছু প্রফেশনাল ট্রেইনিং রয়েছে। ট্রেইনিং গুলো সম্পর্কে বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
অফিসের ঠিকানা
প্রাইম আইটি ইন্সটিটিউট
নগর সিদ্দিকি প্লাজা, (লিফটের 03)
(জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে)
জনসন রোড, ঢাকা 1100
01783555564, 01511555564